প্রিয়নবীর (স.) আদর্শ ও আহ্বান: ‘বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত’ অর্থাৎ “একটি কথা হলেও তা আমার পক্ষ থেকে প্রচার করো” (বুখারি)। জানা যায় নবুওয়াতের সূচনালগ্নেই সর্বপ্রথম মুসলমান হন বিবি খাদিজা (রা.), পুরুষদের মধ্যে হযরত আবু বকর (রা.), যুবকদের মধ্যে হযরত আলী (রা.)।
Showing posts with label তাবলীগের ৬ উসুল. Show all posts
Showing posts with label তাবলীগের ৬ উসুল. Show all posts
Saturday, April 15, 2017
Friday, August 19, 2016
তা’লীমের আদাব
আল্লহ তায়া’লা যে সমস্ত মহান ইলমের তাবলীগ ও প্রচারের জন্য আম্বিয়ায়ে কেরাম আ’লাইহিমুস সালামকে মাধ্যম বানাইয়াছেন সেই সমস্ত ইলম হইতে পরিপূর্ণরূপে উপকৃত হওয়ার জন্য ইলম মোতাবেক ইয়াকীন ও দৃঢ় বিশ্বাস তৈরী করা জরুরী।
আল্লহ তায়া’লার কালাম ও রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের মুবারক হাদীস পড়া ও শোনার সময় নিজেকে সম্পূর্ণ অজ্ঞ মনে করিবে অর্থাৎ মানুষের দেখাশোনা ও জ্ঞান অভিজ্ঞতা হইতে বিশ্বাস হটাইতে হইবে, গায়েবী খবরের উপর বিশ্বাস করিতে হইবে, যাহা কিছু পড়া হয় অথবা শোনা হয় উহাকে অন্তর দ্বারা সত্য মানিতে হইবে, যখন কুরআন শরীফ পড়িতে বা শুনিতে বসিবে তখন এইরূপ মনে করিবে যে, আল্লহ তায়া’লা আমাকে সম্বোধন করিতেছেন। যখন হাদীস শরীফ পড়িতে বা শুনিতে বসিবে তখন এইরূপ মনে করিবে যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম আমাকে সম্বোধন করিতেছেন। কুরআন ও হাদীস পড়া ও শোনার সময় উহা যাঁহার কালাম তাঁহার আজমত যত বেশী পয়দা হইবে এবং উহার প্রতি যত বেশী মনোযোগ হইবে তত আল্লহ তায়া’লা ও রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের কথার আছর বেশী হইবে।
সুরা মায়েদায়ে আল্লহ তায়া’লা রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করিয়া এরশাদ করিতেছেন —
وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَىٰ أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ
অর্থঃ আর যখন তাহারা ঐ কিতাবকে শ্রবন করে যাহা রসূলের উপর অবতীর্ণ হইয়াছে তখন (কুরআনে কারীমের প্রভাবে) আপনি তাহাদের চক্ষুসমূহকে অশ্রু প্রবাহিত অবস্থায় দেখিবেন। ইহার কারণ এই যে, তাহারা সত্যকে চিনিতে পারিয়াছে। (সুরা মায়েদাহঃ ৮৩)
Wednesday, August 3, 2016
মুন্তাখাব হাদিস - এলেম ও যিকির - এলেম
এলেম
আল্লাহ্ তায়ালার মহান স্বত্বা হইতে সরাসরি ফায়দা
হাসিল করার জন্য আল্লাহ্ তায়ালার হুকুম সমূহকে হাযরত মুহাম্মাদ (সঃ) এর তরীকায়
পালন করার উদ্দেশে আল্লাহ্ ওয়ালার এলেম হাসিল করা। অর্থাৎ এই বিষয়ে যাচাই করা যে,
আল্লাহ্ তায়ালা বর্তমান অবস্থায় আমার নিকট কি চাহিতেছেন।
কোরআনের আয়াত
Subscribe to:
Posts (Atom)